আকর্ষণীয় কনটেন্ট তৈরির জন্য কয়েকটি কার্যকরি উপায়: পর্বঃ ৩

আকর্ষণীয় কনটেন্ট তৈরির জন্য কয়েকটি কার্যকরি উপায়: পর্বঃ ৩

আকর্ষণীয় কনটেন্ট তৈরির জন্য কয়েকটি কার্যকরি উপায়: পর্বঃ ৩
৬। টেকনিক্যাল টার্ম ও সংক্ষেপিত রূপগুলো পূর্ণভাবে বর্ণনা করুন।
অনলাইনে সব ধরণের মানুষ থাকেন। তাই তারা যেন ভালোভাবে বুঝতে পারেন তাই টেকনিক্যাল টার্ম ও সংক্ষেপিত রূপগুলো পূর্ণভাবে বর্ণনা করুন। দরকার হলে টেকনিক্যাল টার্ম ও সংক্ষেপিত রূপগুলো বিশদ আকারে লেখার লিঙ্ক দিয়ে দিন যেখানে থেকে তারা আরো জেনে আসতে পারবেন। তাহলে আপনার লেখা বুঝতে যেমন সহজ হবে, তেমনি লেখার গ্রহণযোগ্যতাও বাড়বে।
৭। একই শব্দ বার বার ব্যবহার করা থেকে বিরত থাকুন।
একটা জিনিসকে বার বার বর্ণনা করতে হতে পারে – এই জন্য একই শব্দ পুঙ্খানুপুঙ্খ ভাবে ব্যবহার করবেন না। মনে রাখবেন, যা সুন্দর তা যেমন অতুলনীয় হতে পারে আবার আকর্ষণীয়ও হতে পারে।
৮। লেখা যেন সহজেই পড়তে ও চোখ বুলিয়ে যাবার মত হয়।
অনলাইনে মানুষ যাই পড়েন, তা কোন স্ক্রিনে পড়েন। তাই লেখাগুলো তে কিছু ফাঁক ফাঁক রাখলে, বুলেট লিস্ট রাখলে, নাম্বার এর লিস্ট রাখলে – লেখাগুলো মানুষের পড়তে বেশ সুবিধা হবে। তার বদলে যদি এক প্যারাতেই বিশাল একটা লেখা লিখে ফেলা হয়, সেটা পড়তে বেশ কষ্ট হয়ে যাবে পাঠকদের। তারা বিরক্ত হয়ে চলেও যেতে পারেন।
কন্টেন্ট তৈরির আরও কিছু উপায় সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *