আকর্ষণীয় কনটেন্ট তৈরির জন্য কয়েকটি কার্যকরি উপায়ঃ- পর্বঃ ২

আকর্ষণীয় কনটেন্ট তৈরির জন্য কয়েকটি কার্যকরি উপায়ঃ- পর্বঃ ২

৩। ছোট ও সরল বাক্য দিয়ে আপনার কনটেন্ট তৈরি করুন।
মানুষ সহজভাবে ও কম পরিশ্রমে লেখা পড়তে পছন্দ করে। যখন আপনি অনেক বড় বড় করে বাক্য তৈরি করেন এবং কঠিন অজানা শব্দ ব্যবহার করেন, তখন সেই লেখা পড়া ও বোঝা অনেক ঝামেলাপূর্ণ কাজ হয়ে যায়। তাই সহজ ও ছোট ছোট বাক্য এবং সহজ সহজ শব্দ ব্যবহার করে আপনার কনটেন্ট তৈরি করুন। কনটেন্টকে এমনভাবে লিখবেন যেন ক্লাস ৬-৮ এর বাচ্চারাও পড়ে আপনার বক্তব্য বুঝতে পারে বেশ সহজেই।
৪। সরাসরি বক্তব্য/বাক্য লিখুন। Passive Voice এ লিখবেন না।
“এক কাপ কফির অর্ডার দেয়া হলো, তার দ্বারা।” – বাক্যটি সহজ নাকি “সে এক কাপ কফির অর্ডার দিলো।” – এটি সহজ!!? অবশ্যই দ্বিতীয় বাক্যটি সহজ এবং প্রাণবন্ত। তাই লেখায় সবসময় সরাসরি বক্তব্য/বাক্য(Active Voice) লিখুন। Passive Voice এ লিখবেন না।
৫। ভালোভাবে বর্ণনা সহকারে কনটেন্ট লিখুন।
“হালকা পোড়া পোড়া মাংসের সুবাস আর ধোঁয়া উঠা বিরিয়ানী, পাশে শীতল ঠান্ডা এক গ্লাস কোক” – কথাটি আপনার মনে যে অনুভূতির তৈরি করে “কাচ্চি বিরিয়ানী আর এক গ্লাস কোক” কথাটি সেই অনুভূতির তৈরি করে না। তাই কনটেন্ট এ বিস্তারিত বর্ণনা করা হলে তা আরো গ্রহণযোগ্যতা পায় এবং পাঠকের কাছে তা আকর্ষণীয় হয়। লেখার মাধ্যমে পাঠকের মনে একটি ছবি তৈরি করার চেষ্টা করুন।
আমাদের সাথেই থাকুন………………

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *