14Jun
৩। ছোট ও সরল বাক্য দিয়ে আপনার কনটেন্ট তৈরি করুন।
মানুষ সহজভাবে ও কম পরিশ্রমে লেখা পড়তে পছন্দ করে। যখন আপনি অনেক বড় বড় করে বাক্য তৈরি করেন এবং কঠিন অজানা শব্দ ব্যবহার করেন, তখন সেই লেখা পড়া ও বোঝা অনেক ঝামেলাপূর্ণ কাজ হয়ে যায়। তাই সহজ ও ছোট ছোট বাক্য এবং সহজ সহজ শব্দ ব্যবহার করে আপনার কনটেন্ট তৈরি করুন। কনটেন্টকে এমনভাবে লিখবেন যেন ক্লাস ৬-৮ এর বাচ্চারাও পড়ে আপনার বক্তব্য বুঝতে পারে বেশ সহজেই।
৪। সরাসরি বক্তব্য/বাক্য লিখুন। Passive Voice এ লিখবেন না।
“এক কাপ কফির অর্ডার দেয়া হলো, তার দ্বারা।” – বাক্যটি সহজ নাকি “সে এক কাপ কফির অর্ডার দিলো।” – এটি সহজ!!? অবশ্যই দ্বিতীয় বাক্যটি সহজ এবং প্রাণবন্ত। তাই লেখায় সবসময় সরাসরি বক্তব্য/বাক্য(Active Voice) লিখুন। Passive Voice এ লিখবেন না।
৫। ভালোভাবে বর্ণনা সহকারে কনটেন্ট লিখুন।
“হালকা পোড়া পোড়া মাংসের সুবাস আর ধোঁয়া উঠা বিরিয়ানী, পাশে শীতল ঠান্ডা এক গ্লাস কোক” – কথাটি আপনার মনে যে অনুভূতির তৈরি করে “কাচ্চি বিরিয়ানী আর এক গ্লাস কোক” কথাটি সেই অনুভূতির তৈরি করে না। তাই কনটেন্ট এ বিস্তারিত বর্ণনা করা হলে তা আরো গ্রহণযোগ্যতা পায় এবং পাঠকের কাছে তা আকর্ষণীয় হয়। লেখার মাধ্যমে পাঠকের মনে একটি ছবি তৈরি করার চেষ্টা করুন।
আমাদের সাথেই থাকুন………………
Leave a Reply