14Jun
৯। লেখার মাঝে/সাথে মাল্টিমিডিয়া(ছবি/ভিডিও) দিতে হবে।
শুধু লেখা পড়তে থাকলে পাঠকের মাঝে একটু বিরক্তি বা বোরডম চলে আসতে পারে। তাই আপনার লেখার সাথে, লেখার মাঝে মাঝে একটি/দুইটি প্রাসঙ্গিক ছবি অথবা ইউটিউব ভিডিও দিতে পারেন। তাতে পাঠকের পড়তে যেমন বিরক্তি কম লাগবে, সে আপনার ওয়েবসাইটের সাথে ভালোভাবে এঙ্গেইজও হবে।
১০। আপনার ওয়েবসাইটের এক কনটেন্ট এর সাথে অন্য কনটেন্ট(সমূহের) লিঙ্ক জুড়ে দিন।
একটা ভালোমানের ওয়েবসাইটে বেশ ভালো পরিমাণেই কনটেন্ট থাকে। আপনার সাইটে কেউ কোন লেখা পড়তে এলে, সে যেন সাইটের অন্য লেখাগুলোতেও যায় – সে ব্যাপারটা
চিন্তা করা দরকার। তাই এক লেখার মাঝে প্রাসঙ্গিকভাবে অন্য লেখার লিঙ্ক দিতে পারেন। এটি সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের জন্যও বেশ উপকারী।
১১। কোন একটা কিছু করার আহব্বান জানিয়ে আপনার লেখা/কনটেন্ট এর পরিসমাপ্তি করুন।
আপনার লেখা/কনটেন্ট যেখানে শেষ হয়ে যাবে, সেখানে পাঠককে কিছু করার জন্য অনুরোধ করা উচিত। সেটা হতে পারে কোন ভিডিও দেখতে বলা, আপনার ইমেইল লিস্টে সাবস্ক্রাইব করতে বলা, লাইক/কমেন্ট করতে বলা বা অন্য কোন কিছু। একে কল-টু-একশন (CTA) বলা হয়। এতে আপনার গোলটিও পূর্ণ হয়।
উপরের লেখা থেকে কনটেন্ট তৈরির জন্য কোন নতুন কার্যকরি উপায় শিখতে পেরেছেন কি – অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন। মার্কেটিং সম্পর্কিত ভালো ভালো লেখা পেতে আমাদের সাথেই থাকুন।
Leave a Reply