14Jun
আপনি হয়তো বেশ কষ্ট করে নিজের একটি ওয়েবসাইট তৈরি করেছেন। এখন এই ওয়েবসাইটে ভিজিটর আনবেন কি করে?
নিজেদের ওয়েবসাইট আছে এমন অনেকেরই মনেই এই প্রশ্নটা ঘুরপাক খায়; যে সুন্দর ও আকর্ষণীয় একটি ওয়েবসাইট তো বানানো হলো, কিন্তু তাতে ভিজিটর আসছে না তেমন একটা।
আজকের আপনার ওয়েবসাইটে ট্র্যাফিক/ভিজিটর বৃদ্ধির কিছু কার্যকরী পদ্ধতি নিয়ে আলোচনা করবো। আরো নির্দিষ্টভাবে বলতে গেলে, Content Marketing এর সাহায্যে কিভাবে ওয়েবসাইটে ট্র্যাফিক/ভিজিটর বৃদ্ধি করা যায় – তাই আজ আলোচনা করবো এই লেখায়।
১। এমন আর্টিকেল লিখুন যা মানুষের নির্দিষ্ট প্রশ্নের বিস্তৃত, সুন্দর ও গুছিয়ে উত্তর দেয়।
গুগলে মানুষ অনেক কিছুই লিখে সার্চ করে, জানতে চায়। তাই আপনার ওয়েবসাইট যে টপিকের, সেই টপিকের প্রশ্নগুলো উত্তর একে একে সুন্দর করে যদি গুছিয়ে দেয়া যায় – তাহলে সাইটে ভিজিটর বৃদ্ধি পাবে। তবে এই আর্টিকেলগুলো কে SEO Friendly হতে হবে।
Leave a Reply