আপনার নিজের ওয়েবসাইটে ট্র্যাফিক/ভিজিটর বৃদ্ধির আরো কিছু কার্যকরী পদ্ধতি

আপনার নিজের ওয়েবসাইটে ট্র্যাফিক/ভিজিটর বৃদ্ধির আরো কিছু কার্যকরী পদ্ধতি

গত একটি পোস্টে আপনি আপনার নিজের ওয়েবসাইটে কিভাবে ট্র্যাফিক/ভিজিটর বৃদ্ধি করতে পারেন তাই নিয়ে বিশদ আলোচনা করা হয়েছিলো। সেই পোস্টে মূলত Content Marketing এর সাহায্যে ওয়েবসাইটে ভিজিটর বৃদ্ধির কিছু পদ্ধতি আলোচনা করেছিলাম আমরা।
আজকে আমরা SEO বা Search Engine Optimization এর মাধ্যমে কিভাবে সাইটের ভিজিটর বৃদ্ধি করা যায় – তা শেখার চেষ্টা করবো।
SEO বা Search Engine Optimization হলো এমন এক পদ্ধতি যার মাধ্যমে ধারাবাহিকভাবে আপনি সার্চ ইঞ্জিন থেকে বেশ ভালো পরিমাণে ভিজিটর আনতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে এমন এমন জিনিস সম্পর্কে লিখতে হবে বা কনটেন্ট তৈরি করে যেতে হবে যা মানুষ গুগলে সার্চ করে। আর SEO এর পূর্ণ বেনিফিট নিতে হলে আপনার সাইটটিকে SEO এর জন্য অপ্টিমাইজড হতে হবে।
১। প্রথমেই আপনার সাইটের SEO Health এর প্রতি নজর দিন।
ওয়েবসাইটটিকে SEO Friendly করে তুলতে হবে। SEO এর জন্য ভালো কনটেন্ট মেনেজমেন্ট সিস্টেম(যেমন ওয়ার্ডপ্রেস) এ রাখতে হবে, রেস্পন্সিভ এবং মোবাইলে ভালোভাবে দেখতে পারা যায় এমন ডিজাইন, এসএসএল সার্টিফিকেট রাখা, একটি ভালো মানের হোস্টিং ব্যবহার করা, ভালো ভালো কনটেন্ট সাইটে দেয়া – এইভাবে সাইটের SEO Health বেশ ভালো রাখা যায়।
বিস্তারিত জানতে আমাদের পেজ এ চোখ রাখুন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *