ইদানিং অনেকেই আহাজারি করছেন ফেসবুক এড এর রিচ ও এডের মাধ্যমে সেলস কমে যাচ্ছে।

trafic_images

ইদানিং অনেকেই আহাজারি করছেন ফেসবুক এড এর রিচ ও এডের মাধ্যমে সেলস কমে যাচ্ছে।

আসলে রিচ কমে যায়নি, খরচ বেড়ে গিয়েছে। ফেসবুক অটোমেটিক বিডিং প্রসেস এ কস্ট ক্যালকুলেট করে। সহজ করে বলতে গেলে একটা নির্দিষ্ট প্রোডাক্ট সেগমেন্ট এ নির্দিষ্ট টার্গেট গ্রুপের জন্য যত বেশি এড রান হবে তত বেশি কম্পিটিশন এর ভিত্তিতে খরচ বাড়তে থাকবে।
এক্ষেত্রে খরচ কমিয়ে নিয়ে আসার জন্য বেশ কয়েকটা দিকে মনযোগ দিতে হবে।
১) রিলেভেন্স স্কোর (১০ এর মধ্যে ৮/৯ হলে ভাল হয়, ১০ হলে তো কথাই নেই)
২) এক্যুরেসি (ব্লু ওশন টার্গেটিং স্ট্রাটেজি ধরে কাজ করা )
৩) ফ্রিক্যুয়েন্সি (একজন একটা এড কতবার দেখবে সেটা কন্ট্রোল করা)
৪) ভিজ্যুয়াল (চকচকা ও চোখে লেগে থাকার মতো ডিজাইনের বিকল্প নেই সেটা গ্রাফিক্স হোক আর ভিডিও ই হোক)
৫) উইনিং প্রপোজাল (আপনার কম্পিটিটরদের তুলনায় আপনার পজিশনিং ও প্রপোজাল অবশ্যই ভাল হতে হবে।)
৬) দ্রুত ও যথাযথ কমিউনিকেশন (এত খরচ করে একজনকে আপনার এড এর দেখাচ্ছেন, উনি কমেন্ট বা ম্যাসেজ করলে আপনার উচিত সাথে সাথে উনাকে উত্তর দিয়ে উনাকে কনভেন্স করে সেলস ক্লোজ করা)
৭) নিশ্ছিদ্র সেলস ফানেল (কাস্টমার এট্রাকশন থেকে শুরু করে সেলস ক্লোজিং পর্যন্ত প্রতিটি ধাপে ঝরে পড়ার হার কমিয়ে আনার ব্যাপারে সর্বোচ্চ সচেস্ট হতে হবে।)
আর এই প্রত্যেকটি ধাপই আমরা করে থাকি সম্পূর্ণ সুক্ষ মার্কেটিং এ স্ট্রাটেজিস্ট এর মাধ্যমে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *