14Jun
বুস্ট বা অ্যাওয়ারনেস/রিচ অ্যাডে প্রচুর সাড়া পাচ্ছেন কিন্তু সম্ভাব্য ক্রেতারা আপনার কাছ থেকে না কিনে শুধু পেইজ ভিজিট করে চলে যাচ্ছে? অন্যরা ফেসবুকে অ্যাড দিয়ে রেজাল্ট পাচ্ছে
কিন্তু আপনি পাচ্ছেন না? এমন বহুবিধ কারণে আপনি কি ফেসবুক অ্যাডের প্রতি হতাশ?
হ্যাঁ, আপনার এই হতাশার সমাধান নিয়ে ফেসবুকের অ্যাডের মাধ্যমে সেল বের করে আনার চ্যালেঞ্জ নিয়ে এসেছে সেন্টার ফর ডিজিটাল মার্কেটিং (সিডিএম)।
কিভাবে আপনি অডিয়েন্স সিলেকশনে ডিটেইল টার্গেটিং করবেন, কিভাবে কাস্টমার সাইকোলজি বুঝে আপনার পণ্যের প্রতি লোভনীয় অফার দিবেন, কোন প্লাট ফর্মে কখন অ্যাড দিলে তারা আপনার পণ্যটি কিনতে চাইবে, কি ধরনের কনটেন্ট বা ভিজ্যুয়াল ব্যবহার করলে অন্যের পণ্য বাদ দিয়ে আপনারটিই কিনতে চাইবে, বা কি ধরনের অ্যাড স্ট্রাটেজি ব্যবহার করবেন এমন অনেক বিষয়ের সমাধান নিয়ে এসেছে সিডিএম।
সিডিএম এর নির্দেশিত অ্যাড স্ট্রাটেজি ব্যবহার করলে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট (আরওআই) যেমন বৃদ্ধি পাবে তেমনি আপনার পেইজের ট্রাফিক বেশ কয়েকগুণ বেড়ে যাবে।
তাই নিজের ফেসবুক অ্যাডের মাধ্যমে সেলস বাড়াতে এবং নতুন নতুন ভোক্তা তৈরিতে সিডিএম এর সাথে যোগাযোগ করুন
Leave a Reply