14Jun
বুস্ট পোস্টে আমরা অডিয়েন্সের ইন্টারেস্ট, এইজ, জেন্ডার দিয়ে টার্গেটিং করতে পারি। এই টার্গেটিং এর মাধ্যমে আমরা সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌছাতে চেষ্টা করি। কিন্তু ফেসবুক অ্যাডে আমরা ওভারল্যাপিং অডিয়েন্স টাইপ পিক্সেলের ব্যবহার, লুক অ্যালাইক অডিয়েন্সসহ আরো অ্যাডভান্স টুলস ব্যবহার করি যাতে আমরা আরো নির্ভূলভাবে আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌছাতে পারি।
ব্যবসায়ী হিসাবে আপনার বিজনেস অবজেকটিভ এর উপর ভিত্তি করে আপনাকে হিসাব করতে হবে কখন বুস্টিং করবেন আর কখন ফেসবুক অ্যাডে যাবেন। যেমন- আপনি যদি অডিয়েন্সকে পেইজে এনগেইজমেন্ট করাতে চান, অথবা আপনার ব্রান্ডের অ্যাওয়ারনেস বাড়াতে চান, সে ক্ষেত্রে বুস্টিং আপনার ব্রান্ড ভিজিবিলিটি বাড়ানো এবং অডিয়েন্স গ্রো করার জন্য চমৎকার একটি অপশন হতে পারে। কিন্তু আরো অ্যাডভান্স লেভেলে প্রোমশনের জন্য আপনাকে অ্যাড ম্যানেজার ব্যবহার করতে হবে। সুতরাং আপনার ব্যবসায়ের ধরনের উপর ভিত্তি করে নির্ধারণ করতে হবে কোন ধরনের অ্যাড আপনি বেছে নিবেন।
Leave a Reply