14Jun
বাংলাদেশের অধিকাংশ মানুষই ফেসবুক ব্যবহার করে থাকেন। এর মাঝে শহুরে এক শ্রেণীর মানুষের কাছে কিন্তু ইন্সটাগ্রামের কদরই বেশি। বিশেষ করে একেবারে কিশোর-কিশোরী, তরুণদের নিকট ইন্সটাগ্রামের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।
৫। ইন্সটাগ্রামের জন্য সুন্দর গ্রাফিক্যাল ইমেজ বা ভিজুয়াল ব্যবহার করুন।
ইন্সটাগ্রাম মূলত কোটি কোটি ছবির একটি ডিজিটাল এ্যালবামের মত কাজ করে। তাই আপনার উচিত হবে যতটা সুন্দরভাবে পারা যায়, আপনার ব্যবসার পণ্য বা সার্ভিসের ছবি উপস্থাপন করা।,ছবির পিছনে হয়তো হাজার লাখ টাকার ইনভেস্টমেন্ট সম্ভব নয়, কিন্তু ছোট খাট বিষয়গুলো খেয়াল করলে অল্পের মাঝে ভালো ও সুন্দর গ্রাফিক্যাল ইমেজ বা ভিজুয়াল আপনি তৈরি করতে পারবেন।
বিশেষ করে আপনার ভোক্তা ও ক্রেতাশ্রেণীর দিকে খেয়াল রাখুন যে তারা কোন ধরণের ছবির প্রতি বেশি এঙ্গেইজ হচ্ছেন।
৬। ইন্সটাগ্রাম পোস্ট এর শেষে কল-টু-একশন (CTA) দিতে হবে।
আপনার ইন্সটাগ্রাম পোস্ট এর শেষে আপনি মানুষের কাছে কি চাচ্ছেন তা তাদের কে বলে দিতে হবে – একেই সংক্ষেপে কল-টু-একশন (CTA) বলে। হতে পারে আপনি চান, তারা আপনার ওয়েবসাইট ভিজিট করুক – সেক্ষেত্রে অনেকে লিখে দেন “Link in bio”।
অথবা আপনি তাদের কে আপনার পোস্টে কমেন্ট করে তাদের নিজেদের মতামত জানাতে বলতে পারেন। অথবা তাদেরকে আপনার ইন্সটাগ্রাম পোস্ট এর মাধ্যমে কোন ডিসকাউন্ট কোড দিতে পারেন। তাহলে আপনি বুঝবেন আপনার ইন্সটাগ্রাম এর মাধ্যমে কি পরিমাণ ক্রেতা আপনার সাইটে কেনাকাটা করছেন।
বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন।
Leave a Reply