14Jun
আমাদের অনেকেরই এখন ওয়েবসাইট আছে। এইসব ওয়েবসাইট ব্যবসাসহ আরো নানা বিষয় উপস্থাপন করতে আমরা তৈরি করে থাকি।
কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিজের ওয়েবসাইটের জন্য পরিকল্পনা, আমরা কয়জনেই বা করি!! ডিজিটাল মাধ্যম এবং অনলাইনে নিজের ব্যবসা হোক, আর প্রতিষ্ঠানই হোক – একটা সুন্দর ও কার্যকরী ওয়েবসাইট অনেক বেশি গুরুত্বপূর্ণ।
২য় পদক্ষেপ – আইডিয়াগুলোকে একসাথে আলাদা আলাদা গ্রুপে সাজান।
১ম পদক্ষেপে পাওয়া আইডিয়াগুলোকে থিম অনুযায়ী আলাদা আলাদা গ্রুপে সাজিয়ে ফেলুন। হতে পারে এভাবে আপনি আইডিয়াগুলোকে ৪-৭ টি থিমে সাজিয়ে ফেললেন। যেমন হতে পারে প্রোডাক্টের পেইজগুলো, সার্ভিসের পেইজগুলো, ব্লগ/কনটেন্ট এর পেইজ। কিছু কিছু থিমের সাবটপিকও থাকতে পারে।
৩য় পদক্ষেপ – আপনার ওয়েবসাইটের পেইজের আউটলাইন তৈরি করুন।
২য় পদক্ষেপে পাওয়া থিমগুলোকে আলাদা আলাদা পেইজ আকারে ধরে নেয়া যায়। এখন এগুলোকে হাতে কলমে একটা সাদা কাগজে বা ওয়ার্ডফাইলে লিখে ফেলতে হবে যেন এগুলো চোখের সামনে থাকে ও এ নিয়ে আরো চিন্তা করা যায়। ওয়েবসাইটে প্রধানত ৫ থেকে ৭টির বেশি পেইজ থাকা উচিত নয়। এর থেকে বেশি পেইজের প্রয়োজন পড়লে আপনি তা একটি প্রধান পেইজের অন্তর্ভুক্ত করে দিতে পারেন(সাব-পেইজ করে দিতে পারেন)। একটা গুরুত্বপূর্ণ নিয়ম হলো, আপনার ভিজিটররা যা খুঁজছেন, তা যেন ৩বার ক্লিক করার মাঝেই পেয়ে যান। এবং আপনার ভিজিটররা যেন সহজেই হোম পেইজে যেতে পারেন।
বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পেজে।
Leave a Reply