কিভাবে সহজেই আপনার ওয়েবসাইটের জন্য করবেন একটি কার্যকরি পরিকল্পনা?

কিভাবে সহজেই আপনার ওয়েবসাইটের জন্য করবেন একটি কার্যকরি পরিকল্পনা?

আমাদের অনেকেরই এখন ওয়েবসাইট আছে। এইসব ওয়েবসাইট ব্যবসাসহ আরো নানা বিষয় উপস্থাপন করতে আমরা তৈরি করে থাকি।
কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিজের ওয়েবসাইটের জন্য পরিকল্পনা, আমরা কয়জনেই বা করি!! ডিজিটাল মাধ্যম এবং অনলাইনে নিজের ব্যবসা হোক, আর প্রতিষ্ঠানই হোক – একটা সুন্দর ও কার্যকরী ওয়েবসাইট অনেক বেশি গুরুত্বপূর্ণ।
আজকে এই বিষয়েই আলোচনা করা হবে।
প্রথমে আপনার মনে প্রশ্ন আসতে পারে, “ওয়েবসাইটের জন্য পরিকল্পনা – এ আবার কি জিনিস? কেন-ই বা এটা আমার লাগবে?”
একটা বিল্ডিং বা স্ট্রাকচার তৈরি করার আগে আর্কিটেক্ট যেমন আগে হাতে কলমে একটি সুন্দর প্ল্যান করে নেন, তেমনি একটু সুন্দর ও কার্যকরি ওয়েবসাইটের জন্যও আগে থেকে একটা পরিকল্পনা করা জরুরী। এর মাধ্যমে ওয়েবসাইটের ক্রম-বিন্যাসটা কেমন হবে, কি কি থাকবে, কোথায় কি রাখা হবে – এগুলো আগে থেকে ঠিক করে ফেলা হয়।
আপনার ওয়েবসাইটে কি কি পেইজ থাকবে, কনটেন্ট কি কি পরিমাণে দেয়া হবে, কি কি ক্যাটাগরি ও প্রোডাক্ট পেইজ থাকবে – তা সুন্দরভাবে গড়ে তুলতে এই প্ল্যানটি আপনাকে শুরু থেকেই সাহায্য করবে এবং দিক নির্দেশনা দিয়ে যাবে।
১ম পদক্ষেপ – আপনার ওয়েবসাইটের জন্য কিছু আইডিয়া চিন্তাভাবনা করুন।
আপনার ওয়েবসাইটটি আপনি কাদের জন্য বানাবেন এবং তার মেসেজ কি হবে – তার একটা আইডিয়া আপনার ইতিমধ্যে আছে। এখন খুঁজে খুঁজে বের করুন যে আপনার যারা কম্পিটিটর তারা তাদের ওয়েবসাইট কিভাবে তৈরি করতেছে, কি কি পেইজ সাইটে রেখেছে, কেমনভাবে রেখেছে, কি ধরণের কনটেন্ট দিয়েছে, কিভাবে এর থেকে তারা রেভিনিউ জেনারেট করার চেষ্টা করছে। তারপরে আপনার সহযোগী বা পার্টনারদের সাথে বসুন এবং আলোচনা করুন – ওয়েবসাইটে আপনারা কি কি রাখতে চাচ্ছেন, কি ধরণের কনটেন্ট দিতে চাচ্ছেন। এই আইডিয়াগুলো ছোট ছোট নোট আকারে লিখে ফেলুন। এরপরে এইগুলো নিয়ে নেক্সট স্টেপে যান।
বিস্তারিত জানতে পেজ এ চোখ রাখুন ……………

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *