কিভাবে সহজেই লিখবো একটি সুন্দর হেডলাইন বা শিরোনাম?

কিভাবে সহজেই লিখবো একটি সুন্দর হেডলাইন বা শিরোনাম?

আপনি হয়তো ঘন্টার পর ঘন্টা অনেক কষ্ট করে, রিসার্চ করে একটি বিস্তৃত কনটেন্ট বা আর্টিকেল লিখেছেন। কিন্তু এই আর্টিকেলটির হেডলাইনের প্রতি পর্যাপ্ত সময় দিয়েছেন তো?
কেন এটি করা প্রয়োজন? কারণ, ৮০% ভাগ লোক আপনার হেডলাইন বা শিরোনাম টি পড়বেন, আর মাত্র ২০% ভাগ লোকই আপনার মূল কনটেন্ট বা আর্টিকেল টি পড়বেন। বাকিরা পড়বেন না, আর বাকিরাও যেন পড়েন তাই আমাদের সুন্দর সুন্দর হেডলাইন এর প্রয়োজন আমাদের আর্টিকেল এর জন্য।
তো, চলুন আজকে শিখে নেয়া যাক কিভাবে আমরা ভালো ভালো হেডলাইন বা শিরোনাম লিখতে পারি।
১। হেডলাইন খুব বেশি বড় হওয়া উচিত নয়। কারণ গুগল সার্চ রেজাল্টে বড় হেডলাইন এর শেষ অংশ কেটে যায়। আর হেডলাইন বড় হলে মানুষও তার মূল বক্তব্য বুঝতে পারে না। গবেষণায় দেখা গেছে মানুষ হেডলাইন এর প্রথম ৩ শব্দ ও শেষ ৩ শব্দ বেশি খেয়াল করেন। তাই এখানে আকর্ষণীয় শব্দ দেয়া জরুরী।
২। “আপনি” বা “আপনার” শব্দগুলো হেডলাইনে ব্যবহার করা হলে এর আকর্ষণীয়তা বাড়ে। প্রশ্ন জাতীয় হেডলাইনও মানুষকে আকৃষ্ট করে বেশি। যেমন – “আপনি কি ____ সমস্যায় ভুগছেন?”
৩। “বিশেষণ” বা Adjective মূলক শব্দের ব্যবহার হেডলাইনকে আরো আকর্ষণীয় করে তোলে। তাই এই ধরণের শব্দ ব্যবহার করতে পারেন।
৪। সংখ্যার উল্লেখ এর মাধ্যমে আমরা আরো কার্যকরী হেডলাইন তৈরি করতে পারি। সংখ্যার মাধ্যমে জিনিসগুলো আমাদের কাছে সহজ লাগে বলেই, মানুষ এর প্রতি সহজেই আকৃষ্ট হয়। যেমন – “যেভাবে এই ৬টি নিয়ম মেনে আপনি সহজেই নিজের ওজন কমাতে পারবেন”।
কখনো কখনো আমাদের লেখা হেডলাইনগুলো অসফল হয়। তার কিছু কারণ হলো –
১। হেডলাইনটি তার সাথে লেখা আর্টিকেলটির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
২। হেডলাইনটি যথেষ্ট নির্দিষ্ট বা Specific নয়।
৩। হেডলাইনটির শব্দের অর্থ অন্য কোন কিছুও হতে পারে, যা অস্পষ্ট।
এভাবেই কিছু বিষয় যদি আমরা নজরে রাখি, তাহলে আমরা সহজেই বেশ ভালো ভালো হেডলাইন বা শিরোনাম তৈরি করতে পারবো।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *