14Jun
আমরা যে, যে ব্যবসাই করি না কেন, বর্তমান সময়ে সেলস এন্ড মার্কেটিং এর জন্য ফেসবুক এড আলাদিনের জাদুর চেরাগের মতো কাজ করছে। এড বাবদ স্বল্প বিনিয়োগে খুবই দ্রুততম সময়ে টার্গেট কাস্টমারের কাছে পৌছাতে ফেসবুক এডের কোন জুড়ি নেই। কিন্তু অনেকে জানেন না কিভাবে এই জাদুর চেরাগ ব্যবহার করতে হয়।
অনেকে কোন দোকান বা এজেন্সির উপর নির্ভর করে। কিন্তু তারা নানা ভুতুড়ে কারণ দেখিয়ে টাকার অংক বাড়িয়ে নেয়, কিন্তু সেই পরিমাণ রেজাল্ট দিতে পারে না। ফলে এক সময় ব্যবসায়ী হতাশ হয়ে পড়েন কাঙ্খিত রেজাল্ট না পেয়ে।
তাহলে উপায়! খুবই সহজ।নিজেই ফেসবুক মার্কেটিং শিখে নেয়া।
আপনি বলবেন, আমার এতো সময় নেই।সময় না থাকলে, সারা জীবন অন্য মানুষ আপনাকে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নিবে।
সেটা তো বুঝলাম।কিন্তু আমি তো এতো টেকনিক্যাল টার্ম মনে রাখতে পারি না।কিংবা আমার তো বয়স অনেক হয়ে গেছে, আমি কি পারবো।
আসলে শেখার কোন বয়স নেই। আপনি যেহেতু ব্যবসা করতে নেমেছেন, তাই আপনাকে তো শিখতে হবেই। কথাটি কঠিন হলেও সত্য। কারণ এর উপর নির্ভর করছে আপনার লাভ / লস।
আপনি যখন দেখবেন আপনার পাশের ব্যবসায়ির পণ্য হু হু করে সেল হচ্ছে, আর আপনি মাছি মারছেন, তখন কিন্তু ঠিকই টনক নড়বে। তাই সময় থাকতে ফেসবুকের মাধ্যমে সেল বাড়াতে দ্রুত ফেসবুক মার্কেটিং শেখার সিদ্ধান্ত নিন।
Leave a Reply