দুনিয়া ডিজিটাল হচ্ছে আপনি কি পিছিয়ে আছেন?

দুনিয়া ডিজিটাল হচ্ছে আপনি কি পিছিয়ে আছেন?

আপনি আমি বসে থাকলে কি হবে, দুনিয়া কিন্তু বসে নেই, দুনিয়া দিনকে দিন ডিজিটাল হচ্ছে।
ডিজিটাল মার্কেটিং এখন 4th Revolution এর একটি অংশ। আপনি ডিজিটাল দুনিয়া ছাড়া একটি সাদাকালো চিত্রের বেশি কিছুই দেখতে পাবেন না। ফিলটা এমন হবে ঘরে বসে সাদা কালো টিভিতে বিটিভির বাতাবী লেবুর বাম্পার ফলন দেখছেন।
ইন্টারনেট দুনিয়াকে এক সূত্রে গেঁথে ফেলেছে। মানুষ এখন পরিবারকে সময় দেওয়ার চেয়েও ডিজিটাল দুনিয়ায় সময় বেশি দেয়। অনেকের কাছে এটা নেশা, অনেকে তো আবার এটাকে পেশাই বানিয়ে ফেলেছেন।
মানুষ যখন ফেসবুুক, গুগোল, ইউটিউব, টুইটার, লিংকদিন, ই-মেইলে সময় দিচ্ছে সেখানে অনেক কোম্পানি এই মিডিয়া গুলোকে বেছে নিয়েছে মার্কেটিং এর হাতিয়ার হিসেবে। এই মাধ্যমে যেকোন ধরনের ব্যবসায়ীও এড দিয়ে নিজেদের বিজনেস এর মার্কেটিং করতে পারে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *