14Jun
চ. পেইজে জবের বিজ্ঞাপন:
ফেসবুক কতৃপক্ষ আমাদেরকে জব পলিসি গাইড লাইন প্রদান করেছে, কোন ধরনের জব ফেসবুকে পোষ্ট করতে আমরা অনুমোদন পাবো। জব পোষ্টকে অবশ্যই কমিউনিটি ষ্টান্ডার্ড ও জব পলিসি মেনে চলতে হবে। আপনার পেইজ সব রকম নিয়ম-কানুন মেনে চলছে এ ব্যাপারে আপনি ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকবেন।
এবার জেনে নেই নিন্মক্ত ধরনের জব পোষ্ট করা ফেসবুকে নিষিদ্ধ করা হয়েছে:
১. ভ্রান্ত, প্রতারণামুলকও ভুল পথে পরিচালনাকারি জব: জব পোষ্ট ভ্রান্ত, প্রতারণামুলক ও ভুল পথে পরিচালনাকারি বিষয়কে প্রোমট করতে পারবে না। এগুলোর মধ্যে রয়েছে:
– মাল্টি লেভেল মার্কেটিং স্কিম
– অস্পষ্ট বিজনেস মডেল যাতে পরিস্কারভাবে বিজনেস প্লানের উল্ল্যেখ নেই কিভাবে অর্থ উপার্জিত হবে বা ভ্যালু ক্রিয়েট করা হবে।
– এমন ধরনের পোষ্ট যেখানে আবেদন করার আগে অর্থ চাওয়া হয়।
২. অবৈধ পণ্য বা সেবা: জব পোষ্ট যেগুলো অবৈধ বিষয়ে চাকুরির জন্য প্রোমট করা হয়, যার সাথে অবৈধ পণ্য বা সেবা জড়িত সেগুলো প্রোমট করা যাবে না।
– অবৈধ অপরাধমুলক কার্যক্রম
– অবৈধ ড্রাগসের সেলস এন্ড সার্ভিস
– মানব পাচার
– জাল ডকুমেন্ট ও মুদ্রার কারবার
৩. বৈশম্য:
– শুধু মহিলাদের খোঁজা হচ্ছে।
– ৩৫ বছরের নীচের ব্যক্তিরা আবেদন করতে পারবে।
– ক্যাথলিকদের আবেদন করার দরকার নেই।
– অবিবাহিত ব্যক্তিদের খোঁজা হচ্ছে।
৪. যৌন সম্পর্কিত চাকুরির ক্ষেত্রে: যৌন সম্পর্কিত চাকরির অফারের ক্ষেত্রে কোন পোষ্ট দেওয়া যাবে না। এর মধ্যে রয়েছে –
– যৌনতা বিষয়ক শব্দ ব্যবহার ।
– যৌন কাজ আরোপিত করার সাথে সম্পর্কিত বিষয়।
– ছবি নগ্নতা প্রকাশ করে এমন কোন বিষয়।
৫. অ্যাডাল্ট (যৌন সম্পর্কিত) প্রোডাক্ট ও সার্ভিসের ক্ষেত্রে: এমন কোন চাকরির বিজ্ঞাপন দেওয়া যাবে না যেখানে অ্যাডাল্ট সার্ভিস বা অ্যাডাল্ড প্রোডাক্ট এর প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে –
– পতিতা বৃত্তি
– এমন চাকুরি যার সাথে সেক্স টয় জরিত।
– যৌনতা বর্ধক পণ্য জড়িত এমন।
– এমন জব যাতে ভিডিও, পাবলিকেশন বা লাইভ ষ্ট্রিমের মাধ্যমে যৌনতা সম্পর্কিত বিষয় প্রচার করা হয়।
৬. ব্যক্তিগত তথ্য: ফেসবুকে পোষ্ট কোন ব্যক্তির ব্যক্তিগত তথ্য বা অর্থনৈতিক তথ্য সম্বলিত বিষয় পোষ্টের আওতায়া আসবে না। এর মধ্যে রয়েছে:
i. ক্রেডিট কার্ড ইনফেরমেশন
ii. ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন
iii. সরকার প্রদত্ত আইডি কার্ডের ইনফরমেশন
Leave a Reply