ফেসবুকের পেইজে পোষ্টের বিধিবিধান (বাংলা অনুলিখন) পর্ব – ৭ ৭. পেইজ কনটেন্ট:
cdm cdm2021-10-18T15:38:51+06:00A. পেইজের প্রোমশনে ব্যক্তিগত যে সমস্ত পণ্য বা সেবার উপর বিধি-নিষেধ আছে (এগুলোর মধ্যে আগ্নেয়াস্ত্র, অ্যালকোহল, অ্যাডাল্ট প্রোডাক্ট) অবশ্যই ১৮ বছরের উপরের, নিচের ব্যক্তিরা এগুলো দেখা বা ব্যবহারের আওতায় আসা থেকে বিরত রাখতে হবে।
B. যে সমস্ত পেইজ অনলাইন গেম, স্কিল গেম বা লটারি যার মধ্যে রয়েছে ক্যাসিনো, স্পোর্টস বুকস, বিংগো অথবা পোকার প্রোমোশন করছে এগুলো নির্দিষ্ট কিছু সংখ্যক দেশের জন্য প্রযোজ্য ফেসবুক অথরিটির অনুমোদন সাপেক্ষ।
C. কোন পেইজ ফার্মসিউটিক্যাল প্রেসক্রিপশন বিক্রি করতে পারবে না। অনলাইন ফার্মাসিউটিক্যাল ফেসবুকের আগাম অনুমোদন সাপেক্ষ প্রোমোশনের অনুমতি পেতে পারে।
D. কোন পেইজ মিথ্যা কনটেন্ট, প্রত্যারণাপূর্ন কনটেন্ট, বিপথগামী করা অথবা অন্যায় কোন দাবি করতে পারবে না।
E. আপনার পেইজের কভার ফটো বা প্রোফাইল পিকচারে থার্ড পার্টির প্রোডাক্ট, ব্রান্ড বা স্পন্সরের কিছু থাকতে পারবে না।
F. ফেসবুকের নতুন সংযোজন, শো পেইজের শো মার্কে শো এর বিষয়বস্তু সঠিকভাবে উপস্থাপন করতে হবে এবং এটি অবশ্যই প্যারেন্ট ইনটাইটি বা নেটওয়ার্কে উপস্থাপন করবে না।
G. যখন থার্ড পার্টির লিঙ্ক আপনার পেইজ থেকে শেয়ার করবেন তখন পোষ্ট রিভিউ থেকে কোন কিছু এডিট করবেন না।
Leave a Reply