ফেসবুকে প্রমোশনের জন্য সফল অ্যাড স্ট্রাটেজি তৈরি করা

facebook_promossion

ফেসবুকে প্রমোশনের জন্য সফল অ্যাড স্ট্রাটেজি তৈরি করা

সেলস বের করে আনার জন্য কোন কোন অ্যাড অবজেকটিভ ব্যবহার করবো সেটি নির্ধারিত হবে আমাদের অ্যাড স্ট্রাটেজির উপর। এই স্ট্রাটেজি ব্যবহার আপনার ব্যবসায়ীক প্রজ্ঞার উপর নির্ভর করবে। ধরুন, আপনি স্লিমিং ইকুইপমেন্ট বিক্রি করতে চান। এক্ষেত্রে আপনি নির্দিষ্ট ইকুইপমেন্ট জন্য ভিডিও ভিউ অ্যাড রান করাতে পারেন। একই সঙ্গে যারা এই ভিডিও ৫০% এর উপরে দেখেছে তাদের টার্গেট করে ম্যাসেজ অ্যাড রান করাতে পারেন। তাহলে এই মেসেজের মাধ্যমে সম্ভাব্য ক্রেতাদের আপনি কনভার্ট করতে পারবেন।
মেসেঞ্জারে সরাসরি চ্যাট করার মাধ্যমে তাদের পার্সোনালাইজ সার্ভিস দিতে পারবেন একই সাথে তাদের চাহিদা মূল্যায়ন করে দ্রুত পদক্ষেপ নিতে পারবেন।
তাই সঠিক অ্যাড স্ট্রাটেজি গ্রহণের মাধ্যমে সেলস ফানেলকে সঠিকভাবে সাজাতে সেন্টার অব ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যোগাযোগ করুন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *