14Jun
ফেসবুকে অ্যাড দেবার ক্ষেত্রে অ্যাডের বাজেট সম্পর্কিত বিষয়ে যদি স্বচ্ছ ধারণা থাকা খুবই জরুরী। এই বিষয়ে ধারণা থাকলে ইচ্ছামতো বাজেট কমিয়ে/বাড়িয়ে বেশি সংখ্যক অডিয়েন্সের কাছে প্রোডাক্টের ম্যাসেজটি পৌঁছে দেওয়া সম্ভব।
আমরা যখন ফেসবুক অ্যাড অপটিমাইজেশনের কাজ করি তখন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনের জায়গায় ক্যাম্পেইন বিড স্ট্রাটেজি নামে একটি অপশন দেখতে পাই। সেখানে বিড ক্যাপ সিলেক্টের মাধ্যমে ফেসবুকের অ্যাড বিডিংয়ে যোগ দিতে পারেন। যেমন- আপনি যদি ১০ ডলার অ্যাডের জন্য সিলেক্ট করেন, আর একই ধরনের অ্যাডের জন্য আরো ৫ জন ১০ ডলারের বেশি বরাদ্দ রাখে, সেক্ষেত্রে আপনার অ্যাডটি অন্যের টাইম লাইনে ৫ জনের পর দেখাবে।
ফেসবুকে অ্যাড অ্যাকশন স্ট্রাটেজির মতো এমন অনেকে বিষয় রয়েছে যা জানলে ফেসবুক থেকে যথেষ্ট সেলস বের করে আনা সম্ভব হয়। এক্ষেত্রে সিডিএম হলো ফেসবুক মার্কেটিং নিয়ে গবেষণা ও সেলসের সাথে জড়িত একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। তাই ফেসবুক মার্কেটিং সংক্রান্ত যে কোন বিষয়ে সিডিএম এর সাথে যোগাযোগ করতে পারেন।
Leave a Reply