14Jun
ও আমার দড়ি ছিইড়া
পরান কাইড়া – কইরা সর্বনাশ …
আমার পাগলা ঘোড়া রে
কই থাইক্যা কই লইয়া যাস …”
ফেসবুক এড কস্টিং এর এমন অত্যাচারে যাদের মাথার চুল ছেড়ার দশা তাদের জন্য আমরা আয়োজন করেছি এক বিশেষ ওয়ার্কশপেরঃ
“বাদ যাবে না একটি নক
সেল আসবে টকাটক”
সেলস ফানেল, কন্টেন্ট স্ট্রাটেজি, পেজ ইনসাইট, অডিয়েন্স ইনসাইট, ডিটেইল্ড অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, লুক-এলাইক অডিয়েন্স, এনালাইটিক্স ইত্যাদির সমন্বয়ে আমরা ফেসবুক এড এর জন্য তৈরী করেছি লিকপ্রুফ সেলস ম্যাগনেট ফানেল।
এই ফানেল মেথডের সুবিধা হল, সঠিক সময়ে – সঠিক মানুষ – সঠিক এডটি দেখার সম্ভাবনা বেড়ে যাবে বহুগুনে। তার ফলে নিশ্চিত হবে কাঙ্ক্ষিত রিটার্ন অন ইনভেস্টমেন্ট, বাড়বে সেল।
ওহ ভাল কথা, এমন চমৎকার একটি ওয়ার্কশপ কিন্তু একদম ফ্রি।
ফ্রি বলে আবার সস্তা মনে করেন না কিন্তু, আসন যথারীতি সীমিত।
তাই, অসাধারন এই ওয়ার্কশপটি মিস করতে না চাইলে এখনই কমেন্ট এ জানান আপনি কতটুকু আগ্রহী?
আর, আপনার পরিচিত যারা ফেসবুক এড নিয়ে বিপদে আছেন – শেয়ার করে জানিয়ে দিন তাদেরকেও …
Leave a Reply