যে ভুলের মাশুল দিতে হয় ফেসবুকে এডে !!

facebook_sale

যে ভুলের মাশুল দিতে হয় ফেসবুকে এডে !!

আজকের দিনে যারা সচেতনভাবে ব্যবসা করছেন কিন্তু ফেসবুকে এড দেন না, এমনটি চোখে পড়ে না। কিন্তু এড দিতে গিয়ে সাধারণ কিছু ভুল আমাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিতে পারে। অর্থাৎ ডলার খরচ করে চাতক পাখির মতো কাস্টমারের জন্য বসে থাকবো, কিন্তু কাস্টমারের দেখা মিলবে না। আর এই ভুলগুলোর মধ্যে অন্যতম হলো সঠিকভাবে এড অবজেকটিভ ঠিক না করা।
এড রান করাতে হলে প্রথমেই এড অবজেকটিভ ঠিক করে নিতে হবে এবং কোন ধরনের স্ট্রাটেজি নিয়ে সামনে এগুবো সেগুলো ঠিক করে নিতে হবে। কারণ এড অবজেকটিভ সম্পর্কে সঠিক ধারণা থাকলে স্ট্রাটেজি তৈরি করা সহজ হবে, যা আপনার ব্যবসায়ের গোল অর্জন করতে সহায়তা করবে।
এড অবজেকটিভগুলোর মধ্যে আছে:
১. আপনি কি ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধি করতে চান?
২. কোন নির্দিষ্ট ল্যান্ডিং পেইজ থেকে কনর্ভাসন বা লিড বৃদ্ধি করতে চান?
৩. আপনি কি প্রোমোশন চালাতে চান যা আপনার সেল তাৎক্ষণিক বৃদ্ধি করবে?
আপনি যখন এড অবজেকটিভ এড রান করানোর আগে জানবেন তখন এডের ফলাফল নির্ণয় করা সহজ হবে। আর এতে আপনার অ্যাকশন প্লান এবং আর ও আয় নির্ণয় করা সহজ হবে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *