14Jun
এমন কিছু গুণ কি আছে যা একজন উদ্যোক্তাকে তার সফলতার পথে ধাবিত করতে সাহায্য করে? বিশ্ববিখ্যাত মোটিভেশনাল বক্তা এবং বিজনেস কোচ ব্রায়ান ট্রেইসি তার লেখা একটি আর্টিকেলে এমনই ৫টি গুণের বিষয়ে লিখেছেন যা একজন মানুষকে সফল উদ্যোক্তা হতে সাহায্য করতে পারে।
৩। ধৈর্যশীলতা
আপনার উদ্যোক্তা জীবনে এমন অনেক সময় ও কাল আসবে যখন আপনাকে বিভিন্ন কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে। তখন এগুলোর মুখোমুখি হতে হলে আপনাকে ধৈর্যশীল হয়ে থাকতে হবে। “ধৈর্যশীলতা” এমন একটি গুণ যা কিনা আপনাকে মেরুদন্ডের মতোই সাপোর্ট দেবে। আপনার মনে আগে থেকেই ঠিক করে রাখতে হবে যে যত যাই ঘটুক, যত বাঁধাই সামনে আসুক – আপনি কখনো থেমে যাবেন নাহ, হাল ছেড়ে দেবেন নাহ।
৪। নিজের লক্ষ্যতে অবিচল থাকা
আপনার নিজের জন্য ও নিজের ব্যবসার জন্য লক্ষ্য তৈরি করতে হবে এবং সেই জন্য প্রতিনিয়ত কাজ করে যেতে হবে। নিজের ব্যবসার জন্য যে গোল বা মাইলফলক নির্দিষ্ট করবেন তার জন্য ধৈর্য রেখে প্রতিদিনই আপনাকে কাজ করে যেতে হবে।
বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।
Leave a Reply