14Jun
এমন কিছু গুণ কি আছে যা একজন উদ্যোক্তাকে তার সফলতার পথে ধাবিত করতে সাহায্য করে? বিশ্ববিখ্যাত মোটিভেশনাল বক্তা এবং বিজনেস কোচ ব্রায়ান ট্রেইসি তার লেখা একটি আর্টিকেলে এমনই ৫টি গুণের বিষয়ে লিখেছেন যা একজন মানুষকে সফল উদ্যোক্তা হতে সাহায্য করতে পারে।
১। আত্ম-শৃঙ্খলা
আত্ম-শৃঙ্খলা এমন একটি গুণ যা একজন উদ্যোক্তার অবশ্যই থাকা উচিত। আপনার নিজেকে এমনভাবে তৈরি করে নিতে হবে যেন আপনার যখন যা যা করা উচিত তাই তাই আপনি করে ফেলতে পারেন (আপনার ভালো লাগুক বা নাই লাগুক)। দায়িক্তবোধ ও কর্তব্য থেকেই আত্ম-শৃঙ্খলার ব্যাপারটা গড়ে উঠে।
২। সততা
সততা এমন একটি গুণ যা শুধু ব্যবসায় নয়, জীবনের সবকিছুতেই থাকা দরকার। জীবনের সকল ক্ষেত্রে, ব্যবহারে ও লেনদেনে সততা বজায় রাখা প্রয়োজন। ব্যবসায়ের সম্পর্কগুলো কিন্তু বিশ্বাস এর উপর ভিত্তি করেই গড়ে উঠে। এবং ব্যবসায়ে আপনি সাফল্য তখনই পাবেন যখন মানুষ আপনাকে ভরসা ও বিশ্বাস করবে।
বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।
Leave a Reply