14Jun
আপনার ওয়েবসাইট যে টপিকের, সেই টপিকের জন্য এভারগ্রিন কনটেন্ট লিখতে হবে। যেমন হতে পারে “বাচ্চাদের খাবার খাওয়ানোর ৭টি সহজ উপায়”, হতে পারে “কিভাবে ইংরেজি ভাষা দ্রুত শিখতে পারবো”। এইগুলো এমন কনটেন্ট বা আর্টিকেল হবে যা মানুষ এখন যেমন জানতে চাইছে, ২০ বছর পরেও এগুলো মানুষ জানতে ও শিখতে চাইবে। তাই এই ধরণের আর্টিকেল বা কনটেন্ট তৈরি করুন এবং ওয়েবসাইটে দিন।
৩। লম্বা ফর্মের আর্টিকেল বা কনটেন্ট লিখুন।
লম্বা আর্টিকেল বা কনটেন্ট এর মাধ্যমে ভিজিটরদের প্রশ্নের উত্তর গুছিয়ে বিশদভাবে দেয়া যায়। সুন্দর করে তৈরি করা মানসম্মত লম্বা/দীর্ঘ কনটেন্ট গুলো গুগল খুবই পছন্দ করে। এটা করতে পারলে সাইটে ভিজিটর বেশ ভালো পরিমাণেই বৃদ্ধি পাবে।
Leave a Reply