প্রমোশনে চিন্তিত ? নিন সঠিক সিদ্ধান্ত

উনিশ শতকের শেষদিকে এসে ব্রিটেনে গ্রাফিক ডিজাইন স্বতন্ত্র একটি বিষয়ে পরিনত হলেও আমেরিকান বই ডিজাইনার উইলিয়াম এডিসন ডুইজ্ঞিন্স এর মাধ্যমে প্রিন্ট মিডিয়াতে গ্রাফিক ডিজাইনের নব্য পথ চলা শুরু হয়। এর অনেক পরে আমাদের দেশে অবশ্য এর প্রচলন আসে প্রিন্ট মিডিয়া এবং প্রেস ও পাবলিশিং থেকে। সেই সময়ে বইয়ের কভার ডিজাইন, বিজনেস কার্ড কিংবা ব্যানার ফেস্টুন এর কাজ হলেও ক্রমাগত ভাবে এর চাহিদা বাড়তে থাকে যা পরবর্তীতে আধুনিক ডিজিটাল যুগে এসেও ব্যবসা বানিজ্য থেকে শুরু করে প্রায় সকল ক্ষেত্রে এর অবদান ধরে রেখেছে।

graphic_design_02

ডিজিটাল মাধ্যমগুলোতে প্রডাক্ট এবং সার্ভিসের প্রমোশন তথা ব্র্যান্ডিং বা মার্কেটিং এর জন্যে প্রতিনিয়তই আকর্ষণীয় এবং সৃজনশীল ডিজাইনে তৈরি ইমেজের চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে আপনার কোম্পানির পরিচায়ক লোগো আপনার ব্র্যান্ড এর পরিচিতি মানুষের কাছে তুলে ধরে। আপনি যদি একজন এসএমই উদ্যোক্তা হয়ে থাকেন, আপনার যদি নিজস্ব ডিজিটাল বিজনেস, ইকমার্স, অথবা ফেসবুক ভিত্তিক বিজনেস তথা এফ-কমার্স থাকে, তবে সেই ক্ষেত্রে আপনার ব্যবসাকে ভার্চুয়াল জগতে প্রচার পরিচিতি বাড়ানোর পাশাপাশি আপনার অনলাইন শপকে আরও লাভজনক করে তোলার ক্ষেত্রে গ্রাফিক ডিজাইন হতে পারে অন্যতম হাতিয়ার। এছাড়া কন্টেন্ট মার্কেটিং এর জন্যে লিখিত কন্টেন্ট এর সাথে ভিজুয়াল কন্টেন্টের সমন্বয় একে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবার পাশাপাশি আরও কন্টেন্টের বিষয়বস্তুকে বেশি অর্থবহ করে তোলে।

graphics_design_03

আপনি যখন আপনার সোশ্যাল মিডিয়াতে প্রমোশন এর জন্যে অথবা আপনার ওয়েবসাইটের প্রডাক্ট ক্যাটালগ কিংবা ব্যানার ছবির জন্যে যখন ভালো মানের ডিজাইনের ইমেজ খুঁজছেন, ঠিক তখনই সিডিএম দক্ষ ডিজাইনার টিম নিয়ে হাজির আপনার দ্বারপ্রান্তে।

আমরা আপনার কোম্পানির ব্র্যান্ড গাইডলাইন অনুযায়ী ব্যবসার ধরণ বুঝে লোগো ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইমেজ ডিজাইন করে থাকি, যা আপনার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ক্যাম্পেইনে যেমন কার্যকরী, তেমনি আপনার সেলস বাড়াতেও বেশ সহায়ক। সেই সাথে ই-কমার্স সাইটের জন্যে প্রডাক্ট ক্যাটালগসহ বিভিন্ন ধরনের ইমেজ ডিজাইন করে থাকি।

রেট চার্ট