14Jun
৪। কিওয়ার্ড গ্যাপ সনাক্ত করে – সেই অনুযায়ী কাজ করা।
আপনার সাইটে হয়তো প্রচুর কনটেন্ট ইতিমধ্যে তৈরি করা আছে। বেশ কিছু কিওয়ার্ড এর জন্যও আপনি কাজ করেছেন, কিন্তু এমন অনেক অনেক কিওয়ার্ড আছে যার জন্য আপনি এখনো ভালোভাবে কনটেন্ট তৈরি করেন নি বা তৈরি করার সুযোগ হয়নি। এটাই “কিওয়ার্ড গ্যাপ”। এমন ভালো ভালো সার্চ ভলুইমওয়ালা কিওয়ার্ডসমূহ খুঁজে বের করে, সেই অনুযায়ী কনটেন্ট তৈরি করে – রাঙ্ক করার চেষ্টা করুন।
৫। আপনার কনটেন্ট এ LSI কিওয়ার্ড সংযুক্ত করুন।
LSI কিওয়ার্ড হলো সেই কিওয়ার্ডগুলো যারা আপনার মেইন কিওয়ার্ড এর সাথে সম্পর্কিত। LSI কিওয়ার্ডসমূহ সার্চ ইঞ্জিনের রোবোটকে কনটেন্ট বা লেখা বুঝতে অনেক সাহায্য করে থাকে। LSI Graph টুলটির মাধ্যমে আপনার মূল কিওয়ার্ড এর LSI কিওয়ার্ডসমূহ আপনি সহজেই খুঁজে পাবেন। এই কিওয়ার্ডসমূহ আপনার আর্টিকেল এবং পেইজগুলোতে ব্যবহার করুন। এখান থেকেও আপনার ওয়েবসাইটটি বেশ ভালো ট্র্যাফিক পাবে।
Leave a Reply