Keyword Research এর মাধ্যমে আপনার নিজের ওয়েবসাইটে ট্র্যাফিক/ভিজিটর বৃদ্ধির আরো কিছু কার্যকরী পদ্ধতি

keyword_research

Keyword Research এর মাধ্যমে আপনার নিজের ওয়েবসাইটে ট্র্যাফিক/ভিজিটর বৃদ্ধির আরো কিছু কার্যকরী পদ্ধতি

গত দুইটি পোস্টে আপনি আপনার নিজের ওয়েবসাইটে কিভাবে ট্র্যাফিক/ভিজিটর বৃদ্ধি করতে পারেন তাই নিয়ে বিশদ আলোচনা করা হয়েছিলো। সেই পোস্ট দুটিতে মূলত Content Marketing এবং Search Engine Optimization এর সাহায্যে ওয়েবসাইটে ভিজিটর বৃদ্ধির কিছু পদ্ধতি আলোচনা করেছিলাম আমরা।
আজকে আমরা Keyword Research এর মাধ্যমে কিভাবে সাইটের ভিজিটর বৃদ্ধি করা যায় – তা শেখার চেষ্টা করবো।
Keyword Research হলো এমন এক পদ্ধতি যার মাধ্যমে ধারাবাহিকভাবে আপনি সার্চ ইঞ্জিন থেকে বেশ ভালো পরিমাণে ভিজিটর আনতে পারবেন। কিওয়ার্ড হলো সেইসব “শব্দ বা শব্দগুচ্ছো” যা লিখে আপনার অডিয়েন্স সার্চ ইঞ্জিনে সার্চ করে।
১। এমন বিষয় বা টপিক টার্গেট করুন যার ট্র্যাফিক এর ভালো সম্ভবনা আছে।
SEO বা Search Engine Optimization এর মাধ্যমে ভালো পরিমাণে ট্র্যাফিক আপনার সাইটে আসতে পারে। Keyword Research এর সময় দুটি জিনিস ভালোভাবে খেয়াল করতে হবে – কতজন মানুষ গ্লোবালি সেই কিওয়ার্ড লিখে সার্চ দেয় এবং সেই কিওয়ার্ড এর জন্য রাঙ্ক করা কতটা কঠিন বা সহজ। এভাবে কিওয়ার্ড সমূহ খুঁজে বের করে সেই সম্পর্কিত কনটেন্ট লিখতে হবে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *