SEO_b1

আপনাকে গুগল, বিং, ইয়াহু সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে এগিয়ে রাখার লক্ষ্যে আমাদের সিডিএম এর পক্ষ থেকে এই সকল সার্ভিস অত্যন্ত দক্ষতার সাথে প্রদান করা হয়ে থাকে।

আপনি যদি অনলাইন ভিত্তিক ব্যবসা তথা ই-কমার্স প্লাটফর্মে বিজনেস রান করে থাকেন, তবে আপনার জন্যে ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তথা এসইও অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে। আপনার কোন প্রডাক্ট বা সার্ভিস সম্পর্কে যদি কেউ গুগল বা যে কোন সার্চ ইঞ্জিনে সার্চ করে তবে সেই সার্চ ইঞ্জিনে প্রথমের সারিতে তথা প্রথম পেজে থাকাটা অনেক বেশি প্রয়োজন কেননা এর পরবর্তী পেজগুলোতে সাধারণত ইউজাররা খুব কমই দেখে থাকেন। তাই আপনি যদি এই ক্ষেত্রে যদি পিছিয়ে থাকেন তবে আপনার প্রডাক্ট বা সার্ভিস সঠিক কাস্টমার বা ইউজারের কাছে পৌঁছবে না। এতে করে আপনি প্রতিযোগিতার বাজারে অনেকটাই পিছিয়ে পড়বেন। এজন্য আপনার সমস্যা সমাধানে আজই আপনাকে এসইও নিয়ে ভাবতে হবে।

seo_01
seo_03

একটি ওয়েবসাইটে মূলত চার ধরনের এসইও করা হয়ে থাকে। এগুলো হলঃ অনপেজ এসইও, অফপেজ এসইও, টেকনিক্যাল এসইও, এবং লোকাল এসইও। এই সব গুলোরই রয়েছে আলাদা আলাদা ফাংশন। এসইও তে উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে কিওয়ার্ড রিসার্চ, টাইটেল ট্যাগ, মেটা ট্যাগ, মেটা ডেসক্রিপশন, অলটা ট্যাগ, ব্যাক লিংকিং, ইন্টারনাল লিংকিং, সাইট স্পিড অপটিমাইজেশন, ব্রকেন লিংক ফিক্সিং, ইত্যাদি, যা আপনাকে সার্চ র‍্যাংকে এগিয়ে থাকতে অনেক বেশি সহায়ক।

আপনাকে গুগল, বিং, ইয়াহু সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে এগিয়ে রাখার লক্ষ্যে আমাদের সিডিএম এর পক্ষ থেকে এই সকল সার্ভিস অত্যন্ত দক্ষতার সাথে প্রদান করা হয়ে থাকে। আমাদের পূর্ণাঙ্গ সার্ভিসের মাধ্যমে আপনার ওয়েবসাইটের পরিপূর্ণ অপটিমাইজেশন করা সম্ভব যা আপনার ডেইলি কিংবা মান্থলি ওয়েব ট্র্যাফিক তথা ভিজিটর বাড়াতে অনেক বেশি সহায়তা করবে। ফলে আপনার ওয়েবসাইটের সেলস কনভারশন বাড়তে থাকবে।

আমাদের প্যাকেজ

has been added to your cart.
Checkout