শপ ক্রিয়েশন
ফেসবুকে শপে স্মার্ট বিজনেস
মাত্র ৩০০০ টাকায় কমপ্লিট সল্যুশন
ফেসবুক পেজে বিজনেস করছেন অথচ এখনো ‘ফেসবুক শপ’ তৈরি করা হয়ে উঠে নি? আপনার কাস্টমারদের অনলাইন শপিং এ সেরা এক্সপেরিয়েন্স দিতে এবার সিডিএমে আপনি পাচ্ছেন ফেসবুক শপ ক্রিয়েশনের স্মার্ট সল্যুশন মাত্র ৩০০০ টাকায়।
ফেসবুক শপের ইউনিক ফিচার আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে ক্যাটাগরাইজড করে রাখার পাশাপাশি প্রোডাক্টের ফিচার ও প্রাইস এড করার সুযোগ রয়েছে। সেই সাথে আপনার ইকমার্স সাইটের সাথে লিংক করার কাজটিও মূলত ফেসবুক শপ দ্বারা করা সম্ভব।
তবে ফেসবুক শপ ফিচারটি পেতে আপনার প্রয়োজনঃ
১। বিজনেস ম্যানেজার
২। এড ম্যানেজার
৩। কমার্স ম্যানেজার
অভিজ্ঞ ডিজিটাল মার্কেটার ও এক্সপার্ট টিমের তত্ত্বাবধায়নে এই সব কিছুই পাচ্ছেন আমাদের সেরা সার্ভিসে।সার্ভিসটি সম্পর্কে আরও জানতে আজই কল করুনঃ01311-478278 অথবা ফেসবুক পেজে ইনবক্স করুন।