Technical Improvements এর মাধ্যমে আপনার নিজের ওয়েবসাইটে ট্র্যাফিক/ভিজিটর বৃদ্ধির আরো কিছু কার্যকরী পদ্ধতি

Technical Improvements এর মাধ্যমে আপনার নিজের ওয়েবসাইটে ট্র্যাফিক/ভিজিটর বৃদ্ধির আরো কিছু কার্যকরী পদ্ধতি

৩। আপনার ওয়েবসাইটে যথাযথ ইন্টারনাল লিঙ্কিং করুন।
আপনার ওয়েবসাইটে বেশ কিছু কনটেন্ট পাব্লিশের পরে এক কনটেন্ট থেকে আরেক কনটেন্ট এ যেন যাওয়া যায় বা রেফারেন্স হিসেবে পাওয়া যায়, সে জন্য কনটেন্টগুলোর মাঝে ইন্টারনাল লিঙ্কিং করুন। এতে সাইটে বেশ একটা ভালো SEO ভ্যালু যেমন পাবেন, ট্র্যাফিকও সাইটে বেশি সময় ধরে থাকবে। ইন্টারনাল লিঙ্কিং এর মাধ্যমে সাইটে লিঙ্ক জুস বা অথোরিটিও বৃদ্ধি পাবে।
৪। আপনার ওয়েবসাইটটি যেন রেস্পন্সিভ হয়।
আপনার ওয়েবসাইটটি যেন রেস্পন্সিভ হয়, অর্থাৎ মোবাইলেও যেন সাইটটি সুন্দরভাবে দেখা যায় এবং ভালো পারফর্ম করে। কারণ এটা ভিজিটরদেরকে ভালো অভিজ্ঞতা দেয়, এটা দ্রুত লোড হয়, এটার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় আপনার সাইটের কনটেন্ট আরো বেশি করে শেয়ার হওয়ার সুযোগ থাকে।
আরও জানতে আমাদের সাথেই থাকুন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *